সি ইউনিটে উপস্থিত ৮৩ শতাংশ

চবি ভর্তি পরীক্ষা আজ বি ইউনিটের পরীক্ষা

চবি প্রতিনিধি | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ১১ হাজার ৬০ জন শিক্ষার্থী আবেদন করলেও ৯ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যা শতকরা ৮৩ দশমিক ৪০ শতাংশ। আজ শনিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। সকাল-বিকাল দুই শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকাল এগারোটায় শুরু হয়ে বারোটায় এক শিফটেই শেষ হয় পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। সি-ইউনিটেরের কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল উদ্দিন নিজামী বলেন, পরীক্ষায় মোট ৮৩ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ২২ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পুরো ক্যাম্পাসে পাঁচ স্তরে প্রায় সাত শতাধিক নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী বিএনসিসি ও রোভার স্কাউটসের সদস্যরা রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন চালু করেছে কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্ধে আবাসিক হল সমূহ খুলে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএদেশের মূল শিকড় বাঙালি জাতিসত্তা চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিআরটির কাজে নিরাপত্তার ঘাটতি রয়েছে : মহাসড়ক সচিব