মৃত্যুর সংখ্যা সরকারিভাবে ঘোষণা না করা হলেও মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। ফ্রিটাউনের কেন্দ্রীয় মর্গের ব্যবস্থাপক বলেন, শুক্রবার দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারটি বিস্ফোরিত হওয়ার পর তারা ৯১ জনের মৃতদেহ পেয়েছেন। খবর বিডিনিউজের।
আরও শখানেক আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য উপমন্ত্রী আমারা জাম্বানি জানান। বন্দরনগরীর মেয়র ইভোন্নি আকি-সাওইর বলেন, হতাহতদের মধ্যে অনেকেই ওই ট্যাংকারের ফুটো দিয়ে বের হওয়া তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সেসেই বলেন, বহু মানুষ আহত, মৃতদেহগুলো পুড়ে গেছে। অনলাইনে ঘটনাস্থলের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা একটা ভয়াবহ দুর্ঘটনা! এই ঘটনার যেসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায় মারাত্মকভাবে দগ্ধ কয়েকজন রাস্তার উপরে শুয়ে আছেন, দোকান ও কাছের বাড়িঘর তখন আগুনে পুড়ছিল। বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি জানিয়ে ফ্রিটাউনের মেয়র বলেন, পুলিশ ও তার সহকর্মীরা ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সহায়তা করছেন। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও এক টুইটে বলেন, যারা প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন, সেসব পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সরকার সবকিছুই করবে।