মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলোর জন্য ইফতার সামগ্রী বিতরণ করছে মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার নগরীর ৫নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুচ ছালাম বলেন, আমরা ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কল্যাণমুখী পলিসি নিয়ে ব্যাবসায় পরিচালনা করে থাকি। তাছাড়া আমার পিতা-মাতার নামে প্রতিষ্ঠা করা মাবিয়া-রশিদিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের ব্যবসার মুনাফার নিদিষ্ট একটি অংশ গরিব দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করি। নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সময়ে এই ফাউন্ডেশন বহুবিধ কল্যানমুখী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এ সময় তিনি আরও বলেন, রমজান মাস আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের অপার সুযোগ নিয়ে আসে। সিয়াম সাধনার মাধ্যমে সংযমী জীবনধারায় লোভ, দ্বেষ, মোহরূপ পাপমল ঝেড়ে ফেলে দিয়ে পবিত্র মনে হক আদায়ের মাধ্যমে আমরা আল্লাহত আয়ালার নৈকট্য লাভ করতে পারি। ইফতার সামগ্রী বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, সমাজ সেবক শামসেদ খোকন, আজম খান, আজাদ খান, মো. সিফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।