আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়ায় সকল নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে এবং চুরি ও ছিনতাই রোধে উপজেলা পরিষদের পক্ষথেকে দ্রুততম সময়ের মধ্যে লোহাগাড়া বটতলী স্টেশনে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের মাধ্যমে নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৩০শে অক্টোবর) সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির উপদেষ্ঠা ও লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এই ঘোষণা দেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লোহাগাড়া বটতলী স্টেশনে কেউ কোন ধরণের নাশকতামূলক কর্মকান্ড চালাতে না পারে এবং চুরি ও ছিনতাই সহ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুরো শহরের প্রবেশমুখগুলো সহ বটতলী স্টেশনকে নজরদারির আওতায় নিয়ে আসতে দ্রুত ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা হবে।
এর মাধ্যমে পুলিশ দ্রুত অপরাধীকে চিহ্নিত করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ভূমিকা রাখতে সক্ষম হবে।
লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, লোহাগাড়া থানার ওসি তদন্ত খায়রুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ আতিকুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, পু্ুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট প্রমুখ।
এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় লোহাগাড়ার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।