চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে সিসিপিএ স্ট্যান্ডার্ড দাবা টুর্নামেন্ট শেষ হয়েছে। এই রেটিং দাবা টুর্নামেন্টে ৩জন দাবাড়ু আবু হানিফ,আহমেদ হোসেন মজুমদার ও ফিদে মাষ্টার আবদুল মালেক ৬ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেন। ট্রাইবেকে এগিয়ে থাকায় আবু হানিফ চ্যাম্পিয়ান,আহমেদ হোসেন মজুমদার রানার্স আপ ও আবদুল মালেক তৃতীয় স্থান অর্জন করেন। গত শুক্রবার ও শনিবার দু’দিনব্যাপী সমিতির নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত এই দাবা টুর্নামেন্টে রবিউল হোসেন ৪.৫ পয়েন্ট পেয়ে ৪র্থ, ৩জন খেলোয়াড় ৪ পয়েন্ট পেয়ে যথাক্রমে রুবেল হোসেন ৫ম, আবু মহসিন ৬ষ্ঠ, এম কে শাহীন ৭ম ও ৩.৫ পয়েন্ট পেয়ে মোহাম্মদ হাচান ৮ম স্থান অর্জন করেন। অনূর্ধ্ব–১৬ বিভাগে ফাইয়াজ চৌধুরী ও মহিলা বিভাগে তাওহীদা বেগম সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক। সংগঠনের সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মহসিন জামাল পাপ্পু, আলী কায়সার,সহসভাপতি মুজিবুর রহমান, আবু মহসিন,যুগ্ম সম্পাদক মীর্জা আরিফুর রহমান, নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলে নুর বাপ্পী,রুহুল আমিন প্রমুখ। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ।