চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজিত সিসিপিএ চেস ফেস্টিবল উপলক্ষে সিসিপিএ আন্তর্জাতিক র্যাপিড ও ব্লিটজ রেটিং দাবা টিম চ্যাম্পিয়নশিপ গত ১৩–১৫ ডিসেম্বর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে র্যাপিড চেস্ে ৭ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে বাঘমামা দাবা জাহাঙ্গীর ক্লাব চ্যাম্পিয়ন, সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে আরেবা চেস্ ক্লাব ১ম রানার–আপ এবং ১০ পয়েন্ট নিয়ে আবু রেজা স্মৃতি চেস্ ক্লাব ২য় রানার–আপ হবার গৌরব অর্জন করে। ব্লিটজ টুর্নামেন্ট ৭ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে আরেবা চেস্ ক্লাব চ্যাম্পিয়ন, সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাঘমামা দাবা জাহাঙ্গীর ক্লাব ১ম রানার–আপ, সমান খেলায় ৯পয়েন্ট নিয়ে কর্ণফুলি চেস্ প্লেয়ার এসোসিশেন ২য় রানার আপ হবার হয়। এছাড়াও র্যাপিড টুর্নামেন্টে ১ম বোর্ডে মো. আবু হানিফ ১ম স্থান, সুহৃদ দে ২য় স্থান, ২য় বোর্ডে মো. আব্দুল মালেক ১ম স্থান,সাইফুল আজম চৌধুরী ২য় স্থান, ৩য় বোর্ড কাজী সাইফ ১ম স্থান, দিপংকর চাকমা ২য় স্থান, ৪র্থ বোর্ডে মো. সাকের উল্লাহ ১ম স্থান, মো. সোলতান ২য় স্থান, ৫ম বোর্ড মো. হাসান ১ম স্থান, আফিফ নেওয়াজ ২য় স্থান, ৬ষ্ঠ বোর্ডে আসিফ মাহমুদ ১ম স্থান, আহনাফ আবিদ ঈশান ২য় স্থান লাভ করেন। ব্লিটজ টুর্নামেন্টে ১ম বোর্ডে মো. আবু হানিফ ১ম স্থান, মো. আব্দুল মালেক ২য় স্থান, ২য় বোর্ডে কাজী সিইফ ১ম স্থান, মো. নাজিম ২য় স্থান, ৩য় বোর্ডে দিব্য দাশ গুপ্ত ১ম স্থান, আবিদ মাহাদি সাদ ২য় স্থান, ৪র্থ বোর্ড ইফতেখার আলম ১ম স্থান, তাহসিন ওয়াসিফ ২য় স্থান, ৫ম বোর্ডে মো. হাসান ১ম স্থান, আহনাফ আবিদ ইশান ২য় স্থান এবং ৬ষ্ঠ বোর্ডে মো. সাকের উল্লাহ ১ম স্থান, শহীদুর রহমান ২য় স্থান লাভ করেন। দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ১৩ ডিসেম্বর টুর্নামেন্ট উদ্বোধন করেন খেলোয়াড় সমিতির সাবেক অর্থ সম্পাদক আলী আবছার। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ব দাবা সংস্থার এশিয়ান জোন ৩.২ এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিব–উল ইসলাম সাচ্চু, ফজলে নুর বাপ্পি, আলী কায়ছার, প্রকৌ. এস এম তারেক, সৈয়দ আব্দুল আহাদ, মুজিবুর রহমান, আবু মহসিন, মির্জা আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. নুরুল আমিন, আসিফ মাহমুদ, রুহুল আমিন, মো. হাসান প্রমুখ। টুর্নামেন্টে ট্রফি ছাড়াও নগদ পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্ট ২টিতে মোট ১৭৫ জন খেলোয়াড়ের অংশগ্রহনে চীফ আরবিটার হিসেবে হিসেবে এস এম তারেক, ডেপুটি চীফ আরবিটার মো. নুরুল আমিন দায়িত্ব পালন করেন।