চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে সিসিপিএ ফিদে রেপিড ও ব্লীজ রেটিং দাবা টুর্নামেন্ট আগামী ৯ মে শুক্রবার সকাল ৯.৩০টায় সমিতির কার্যালয়ে শুরু হবে। দিনব্যাপী ২টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০টায় রেপিড ও বিকাল ৩.৩০ টায় ব্লীজ টুর্নামেন্ট শুরু হবে। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা অনুমোদিত এই দুটি দাবা টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত। আজ বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি টুর্নামেন্টের নিবন্ধন ফি সমিতি সদস্য ৩০০ টাকা এবং সদস্য নয় তাদের ফি ৫০০টাকা। বিজয়ীদের নগদ অর্থ পুরষ্কার দেওয়া হবে। প্রয়োজনে যোগাযোগ: নুরুল আমিন( ০১৮৬৬–৪৯০৯৫৫) ও জাহাঙ্গীর আলম ( ০১৭৬৩–১৩৯০৮৭)।