চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজিত সিসিপিএ দাবা লীগ গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম কনভেনশন হলে উদ্বোধন করা হয়েছে। এশিয়ান জোনাল দাবা ৩.২ এর সভাপতি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি রাকিব উল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম তারেক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম চেজ একাডেমির পরিচালক আবু সুফিয়ান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মহসীন জামান পাপ্পু, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, ফিদে মাষ্টার আব্দুল মালেক, সদস্য মীর্জা আরিফ, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নুরুল আমিন, কামরুল ইসলাম, সমিতির সহ সভাপতি শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শামসুল
হক, নাসির হাসান, আলী আবছার, হাসান রফিকুল, এডভোকেট তাপসী তহুরা, এডভোকেট সত্যঞ্জয় বড়ুয়া টিটু সহ আরো অনেকে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণক সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট ৫দিন ব্যাপী সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এই লীগে ৫টি চেজ একাডেমি দল সহ মোট ১৪টি দলের ৮৪ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। চট্টগ্রামের সকল শীর্ষ দাবাড়ুসহ অনেক প্রতিভাবান দাবাড়ু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ডে
ডলফিন ক্লাব ৪–০ পয়েন্ট হালিশহর গ্রীনকে, নাইটস চেজ একাডেমি ৩–১ পয়েন্টে এনএফ–৩ চেজ একাডেমিকে, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর একাদশ ৪–০ পয়েন্টে হালিশহর চেজ ক্লাব লালকে, মুসলিম তরুণ সংঘ ৪–০ পয়েন্টে চেজ কোড নাইটসকে ও প্রভাকর ক্লাব ৩–১ পয়েন্টে উপলব্ধিকে পরাজিত করে। এছাড়া লইয়ারস চেজ ক্লাব ও সিসিপিএ চেজ একাডেমির মধ্যেকার খেলা ২– ২ তে ড্র হয়।












