চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত সিসিএ সেক্রেটারি কাপ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে। অনূর্ধ্ব-১০ টুর্নামেন্টের একমাত্র ম্যাচটিতে সুবিধা বঞ্চিত শিশু নিবাস উপলব্ধির মেয়েদের নিয়ে গঠিত সিসিএ কিড্স রজনীগন্ধা ২৩ রানের ব্যবধানে সিসিএ কিড্স লিলিকে পরাজিত করে। ৪ উইকেট নেয়ার সুবাদে বিজয়ী দলের চুমকির হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন সিসিএ সহ-সভাপতি মো. শফিকুল হক।
এদিকে অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিসিএ ফাইটার্স ১৬ রানে সিসিএ ডায়মন্ডকে পরাজিত করে। হারলেও অপরাজিত ৩৭ রান, দারুণ বোলিং (এক উইকেট) ও ভাল ফিল্ডিং এর জন্য ম্যাচসেরার পুরষ্কার পান সিসিএ ডায়মন্ড অধিনায়ক নুসরাত জান্নাত। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিসিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানু বিশ্বাস চন্দন। অনূর্ধ্ব-১৩ অপর ম্যাচে সিসিএ চ্যালেঞ্জার্স ৭ রানে সিসিএ ওয়ারিয়র্সকে পরাজিত করে টানা ২য় জয় পায়। ম্যাচসেরা বিজয়ী দলের উসাইদ জাইদির হাতে ক্রেস্ট তুলে দেন সুবিধা বঞ্চিত শিশু নিবাস উপলব্ধির প্রতিষ্ঠাতা শেখ ইজাবুর রহমান।