চট্টগ্রামের প্রথম প্রাতিষ্ঠানিক ক্রিকেট শিক্ষায়তন চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) ও নবগঠিত কিংস ক্রিকেট অ্যাকাডেমির যৌথ উদ্যোগে নগরীর আউটার স্টেডিয়ামে প্রতিষ্ঠিত ক্রিকেট পিচ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে এ পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিংস ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পৃষ্ঠপোষক, সিজেকেএস কাউন্সিলর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। সিসিএ সহ-সভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিসিএ সভাপতি ডা. নূরুল আমিন, সহ-সভাপতি নাসির খান, কোচ ফয়েজউল্লাহ্ সুমন, কিংস ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ নজরুল ইসলাম রবিন, মো. হাসান, মীর মো. রবি প্রমুখ।