সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সভা গতকাল ১৪ অক্টোবর সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মোহাং শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন ক্লাব সমিতির সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু ও আমিনুল ইসলাম, অতি: সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, মিডিয়া কমিটির সদস্য জাকির হোসেন লুলু, এ.জেড.এম হায়দার, সাইফুল্লাহ চৌধুরী, সুলতান মাহমুদ সেলিম, দেবাশিষ বড়ুয়া দেবু, নজরুল ইসলাম, মো. ফারুক, সোহেল সরওয়ার, তাজুল ইসলাম। উল্লেখ্য সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: কল্লোল সংঘ গ্রীণ, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। ক্লাবগুলোর চূড়ান্ত খেলোয়াড় তালিকা গতকাল ১৪ অক্টোবর প্রকাশিত হয়েছে। এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ, ঢাকা ১ম বিভাগ লিগ, চট্টগ্রাম প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগের স্বনামধন্য খেলোয়াড়রা রেজিষ্ট্রেশন করেছেন।