সিসিএস চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট অকশান ১৮ জানুয়ারি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস চ্যালেঞ্জ কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপিং সম্পন্ন হয়েছে। সিজেকেএস অনুমোদিত ১০টি ক্লাব টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে অংশগ্রহনকারী দলগুলোর গ্রুপিং। উক্ত ১০টি দলকে ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ ‘এ’ তে আছে: রাইজিং স্টার ক্লাব, শতদল ক্লাব, রাইজিং স্টার জুনিয়র,ফ্রেন্ডস ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ। গ্রুপ ‘বি’ তে আছে : ব্রাদার্স ইউনিয়ন,ইস্পাহানি স্পোর্টিং ক্লাব,চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, চবক ক্রীড়া সমিতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। টুর্নামেন্টে খেলতে ইচ্ছুক মোট ২৭৩ জন খেলোয়াড় ইতিমধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তাদের নিয়ে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অকশান। রেজিস্ট্রেশনকৃত ২৭৩ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন : ‘এ’ ক্যাটাগরি ১৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৩০ জন ও ‘ডি’ ক্যাটাগরি ১০৮ জন। আগামী ১৮ জানুয়ারী রোববার, সন্ধ্যা ৬ টায় টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অকশান চট্টগ্রাম ক্লাব লিমিটেডের টেনিস কোর্ট সংলগ্ন হলরুমে (৩য় তলায়) অনুষ্ঠিত হবে। এতে যথাসময়ে উপস্থিত হয়ে প্লেয়ার্স ড্রাফট অকশানে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, উক্ত প্লেয়ার্স ড্রাফট অকশানের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপরোক্ত ১০টি দলের মধ্যে খেলোয়াড়দের বন্টন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজীম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট সমাপ্ত
পরবর্তী নিবন্ধবিসিবি অনূর্ধ্ব-১৮ স্কিল ক্যাম্প আজ শুরু