সিসিএল ১ম ফিদে র‌্যাপিড দাবা টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ এর আয়োজনে সিসিএল প্রথম ফিদে র‌্যাপিড দাবা টুর্নামেন্ট গত ১ অক্টোবর সম্পন্ন হয়েছে। সিজেকেএস দাবা কমিটি এবং চেস কোড একাডেমির সার্বিক সহযোগিতায় অংশগ্রহণকারী ৪৫ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হন আফিফ চৌধুরী ঈশিন, ২য় আহনাফ সোলায়মান এবং ৩য় ফায়াজ চৌধুরী। ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেন যথাক্রমে কংকন চক্রবর্তী ও নাজিফ নিয়াজ। এছাড়া ক্লাব সদস্যদের পর্যায়ে প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ফারহান চৌধুরী, আবিয়ান লতিফ দোভাষ এবং রশিদ মজিদ ধানিয়া। এছাড়া প্রবীন দাবাড়ু হিসেবে ক্লাব সদস্য ডা. মাহমুদুল হক চৌধুরী ও কুদসি আরা কালাম বিশেষভাবে পুরস্কৃত হন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও নতুন সিসিএল দাবা কর্ণার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিটাগাং ক্লাব লিঃ’র চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিজয়ী দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ফিতা কেটে নতুন দাবা কর্ণারের শুভ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কেজিএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রশিদ মজিদ ধানিয়া বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল নির্বাহী কমিটির সদস্য ও দাবা বিভাগের মেম্বারইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা।

অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যানদ্বয় প্রফেসর ডা. সাইফুদ্দিন মো. তারেক ও ডা. ওমর ফারুক ইউসুফ এবং সিসিএল জেনারেল কমিটির সদস্য যথাক্রমে সালাউদ্দীন আহমেদ,মো. জাহিদ সুলতান (টিপু),আবু আহমেদ হাসনাত, মোসলেহউদ্দিন আহমেদ (অপু), মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), মো. সালামত উল্লাহ বাহার এমবিএ প্রমুখ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের চীফ আর্বিটার ছিলেন মো. মহসিন জামাল (পাপ্পু), ডেপুটি আর্বিটার ছিলেন আসিফ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম জয়ের দেখা পেল বন্দর ক্রীড়া সংস্থা
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের প্রধান জামিল