সিসিএল স্নুকার এন্ড পুল উইন্টার ফেস্ট এর স্নুকার ফাইনাল খেলা গত ২৫ জানুয়ারি রাতে সম্পন্ন হয়। খেলায় সৈয়দ আরশাদুল হককে ৬–২ গেমে হারিয়ে ওয়াসেফ হোসেন খালেদ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। খেলায় সিসিএল কার্য নির্বাহী সদস্য ও সু্নকার বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরাম সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।