চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল-বারকোড সামার ডে ক্রিকেট ফেস্ট শনিবার সম্পন্ন হয়েছে । এতে এম এন গ্রুপ চ্যালেঞ্জাসকে হারিয়ে বিএস এ চ্যাম্পস শিরোপা জয় করে। টুর্নামেন্টে অংশ নেয়া আরো ৪টি দলের মধ্যে রয়েছে বারকোড সিঙারর্স, ফ্রেন্ডস উইনার্স, সিপিডিএল কিংস এবং র্যাংগস এফসি হিটাসি । খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু । স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাশেম (নান্নু)। অন্যান্যের মধ্যে সিসিএল নির্বাহী কমিটি মেম্বার ডাঃ ফাহিম হাসান রেজা, মোঃ আজিজুল হাকীম, সালাউদ্দিন আহমেদ, মোঃ জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম প্রমূখ । এর আগে সকাল ১১টায় বারকোড সামার ক্রিকেট ফেস্ট এর উদ্বোধন করেন সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)।