সিসিএল-রিটজি স্নুকার টিম ডাবল এন্ড এইটবল পুল ফাইনাল সম্পন্ন

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

রিটজি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চিটাগাং ক্লাবে সিসিএলরিটজি স্নুকার টিম ডাবল এন্ড এইটবল পুল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত ১৬ অক্টোবর রাতে সম্পন্ন হয়। সিসিএল পুল রুমে প্রায় তিন ঘন্টা ব্যাপি এই খেলায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেন কিউ মাস্টার্স গ্রুপের সৈয়দ আরশাদুল হক ও বাবর আজিম জুটি এবং রানার্স আপ হন কিউ মিনটরস গ্রুপের গোলাম সরওয়ার চৌধুরী ও আমান্ড ডমিনিক বার্নাডেট জুটি। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) এবং চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধমার্শাল আর্ট প্রতিযোগিতায় অজয় কারাতে স্কুল এন্ড কলেজের সাফল্য