সিসিএল মেম্বার্স দাবা লিগ শুরু

| বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে সিসিএল মেম্বার্স দাবা লিগ শুরু হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল দাবা বিভাগের মেম্বার ইনচার্জ মাহাবুবুল কবির খান (শান্তুনু)। অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জাবেদ হাসেম (নান্নু) এবং জেনারেল কমিটির সদস্য ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকিম, সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু),সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম এবং দাবা সাব কমিটির কনভেনার ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরীসহ অন্যান্য ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটি-টেন লিগে বাংলা টাইগার্সে সোহান-মৃত্যুঞ্জয় চৌধুরী
পরবর্তী নিবন্ধসিজেকেএস চুকবল লিগ সম্পন্ন