চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল ব্লুচীজ স্নুকার এন্ড এইটবল পুল টুর্নামেন্ট ২০২৫ এর স্নুকার ফাইনাল খেলা গত ১৯ ফেব্রুয়ারি রাতে সম্পন্ন হয়েছে। খেলায় ব্যারিস্টার শাহবাজ মুন্তাসির চৌধুরীকে ৬–০ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন ওয়াসেফ হোসেন খালেদ। চিটাগাং ক্লাব লিঃ’র চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন । উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ এবং বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক, ব্লুচীজ লিঃ এর কো– ফাউন্ডার মিসেস সিমীন জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী মাহতাব উদ্দিন (হুমায়ুন)।