সিসিএল বারকোড- রিটজি স্নুকার দ্বৈতে আরশাদ ও আমান্ড চ্যম্পিয়ন

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বারকোড-রিটজি গ্রুপ স্নুকার এন্ড পুল টুর্নাামেন্ট এর স্নুকার দ্বৈত চ্যাম্পিয়ানশিপের ফাইনাল গত ২৫ জুন শনিবার রাতে সম্পন্ন হয় । উত্তেজনাপূর্ন এই খেলায় নুর উদ্দিন জাবেদ এবং এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি) কে ৩-২ ফ্রেমে হারিয়ে স্নুকার মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক এবং আমান্ড বার্ণাডেট জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ টা পর্যন্ত ( চার ঘন্টা ব্যাপী) স্থায়ী এই খেলাটি উপভোগ করার জন্য চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদ্বয় বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্ত্বাধিকারী সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং রিটজি গ্রুপের এমডি মীর্জা জামশেদ আলী সহ সাবেক ভাইস চেয়ারম্যান, কমিটি মেম্বারবৃন্দ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন ।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল
পরবর্তী নিবন্ধরামপুরা একাদশ ও মোহরা একাডেমি সেমিফাইনালে