চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ২ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বারকোড গ্রুপের স্বত্ত্বাধিকারী মঞ্জুরুল হক (মঞ্জু)। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ’র চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিসিএল চেয়ারম্যান এ কিউ আই চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিসিএল ভাইস চেয়ারম্যান এবং স্নুকার, বিলিয়ার্ড ও পুল বিভাগের মেম্বার ইনচাজ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটি মেম্বার মো. জাহিদ সুলতান (টিপু), মোহাম্মদ ইয়াকুব,মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল) এবং মো. সালামত উল্লাহ বাহার,সাবেক ভাইস চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ, সাবেক মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ, এমদাদুল হক চৌধুরী এমদাদ, এস এম সফিউল আজম,নুর উদ্দিন জাবেদ, সৈয়দ আরশাদুল হক, ক্লাব সদস্য মহসিন আহমেদ, এল এইচ খান এবং রফিকুর রহমান প্রমুখ।