চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল–বারকোড বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের এইট বল পুল ফাইনাল খেলা গত ২৫ নভেম্বর রাতে সম্পন্ন হয়। খেলায় ফাহাদ বিন ফারুককে ১১–৫ গেমে হারিয়ে সাবেক মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। খেলায় সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।