সিসিএল নাইট রাইডার দাবা টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত সিসিএল-নাইট রাইডার দাবা টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন হন রশিদ মাজিদ দানিয়া এবং প্রথম রানার আপ হন ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী ও দ্বিতীয় রানার আপ হন সালাউদ্দিন আহমেদ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ফাতেমাতুজ জোহরা, রানার আপ হন নাঈমা জান্নাত এবং জুনিয়রস এ চ্যাম্পিয়ন হন আবিয়ান লাসটিব দোভাষ ও রানার আপ হন আয়ান জামান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪২.৯২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশেখ রাসেল জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে চট্টগ্রামের রৌপ্য ও তাম্র পদক লাভ