চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ উদ্যেগে আয়োজিত ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও চতুর্থ দিবসে আরো ২৪টি খেলা নিষ্পত্তি হয়েছে। এই দুই দিনের খেলায় যথাক্রমে ব্রেকার্স পুল এন্ড স্নুকার (বিপিএস) ৩–১ গেমে ক্যালিফোনিয পুল এনাড স্নুকারকে, কিউ স্পের্টস হাব ৩–১ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডকে, এর এন্ড বি বিলিয়ার্ড সেন্টার ৩–১ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি ৩–২ গেমে কুমিল্লা সিটি ক্লাবকে, গুলশান ক্লাব ৩–০ গেমে কুমিল্লা ক্লাব লিঃ কে, কিউ বিলিয়ার্ডস ৩–১ গেমে উত্তরা ক্লাবকে, ঢাকা বোট ক্লাব ৩–১ গেমে চিটাগং সিনিয়র্স ক্লাবকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড ৩–০ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে, চিটাগং ক্লাব লিঃ ‘এ’ ৩–২ গেমে কিউ স্পোর্টস হাবকে, লি রয়েল স্পোর্টস ৩–০ গেমে চিটাগং ক্লাবকে, এ্যারেনা বাই কিউ স্পোর্টস একাডেমি ৩–০ গেমে বনানী ক্লাবকে, স্পোটেক্স বিলিয়ার্ড ৩–০ গেমে ক্যালিফোনিয পুল এনাড স্নুকারকে, ব্র্যাকার্স পুল এন্ড স্নুকার ৩–২ গেমে ঢাকা বোট ক্লাবকে, জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ড ৩–০ গেমে কুমিল্লা ক্লাব লিঃকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩–২ গেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে, কিউ স্পোর্টস হাব ৩–২ গেমে র্যাবেন বিলিয়ার্ডস এন্ড গ্যামিংকে, রয়েল স্পোর্টস লিঃ ৩–০ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে, সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন ৩–০ গেমে বাংলাদেশ ক্লাব লিঃকে, কিউ বিলিয়ার্ডস ৩–১ গেমে চিটাগং সিনিয়র্স ক্লাবকে, স্পোটেঙ বিলিয়ার্ড ৩–০ গেমে উত্তরা ক্লাবকে, চিটাগং ক্লাব ‘এ’ ৩–১ গেমে ঢাকা ক্লাবকে, এ্যারেনা বাই কিউ স্পোর্টস একাডেমি ৩–২ গেমে চিটাগং ক্লাব ‘বি’কে এবং কুমিল্লা সিটি ক্লাব ৩–১ গেমে নারায়নঞ্জ ক্লাবকে পরাজিত করে ।