সিসিএল জাতীয় টিম স্নুকারের ২য় দিনে ১২ টি খেলা নিষ্পত্তি

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার এর ২য় দিনে ১২ টি খেলা নিষ্পত্তি হয়। এই ১২টি খেলায় আর এন্ড বি বিলিয়ার্ড ৩০ গেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে, কিউ বি ৩২ গেমে স্পোটেক্স বিলিয়র্ডকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড ৩০ গেমে লি রয়েল স্পোর্টসকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩২ গেমে নারায়নগঞ্জ ক্লাবকে, ঢাকা ক্লাব ৩২ গেমে উত্তরা ক্লাবকে, কুমিল্লা ক্লাব ৩০ গেমে বাংলাদেশ ক্লাবকে, এ্যারেনা বাই কিউ স্পোর্টস একাডেমি ৩০ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে,ব্রেকার্স পুল এন্ড স্নুকার ৩০ গেমে চিটাগং সিনিয়রস ক্লাবকে, র‌্যাবেন বিলিয়ার্ডস এন্ড গ্যামিং ৩১ গেমে কুমিল্লা ক্লাবকে, চিটাগাং ক্লাব ৩২ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডকে, বনানী ক্লাব ৩০ গেমে চিটাগাং ক্লাবকে, গুলশান ক্লাব ৩২ গেমে ঢাকা ক্লাবকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ ও ২০ আগস্ট রাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধআবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি দেবাশীষ, সম্পাদক সত্যজিত