সিসিএল চেয়ারম্যান কাপ স্নুকার ও পুল টুর্নামেন্ট শুরু

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব আয়োজিত চেয়ারম্যান কাপ স্নুকার ও পুল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ৯ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। এতে স্বাগত বক্তব্য রাখেন সিসিএর ভাইস চেয়ারম্যান ও সু্নকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। অনুষ্ঠানে বদরুর রহিম চৌধুরী, প্রফেসার ডা. সাইফুদ্দিন মো. তারেক,ডা. ওমর ফারুক ই্‌উসুফ,এম এ সালাম প্রমুখ সাবেক সিসিএল চেয়ারম্যানবৃন্দ এবং সিসিএল নির্বাহী কমিটি মেম্বার ডা. ফাহিম হাসান রেজা,সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান টিপু, আবু আহমেদ হাসনাত, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল)ও সালামত উল্লাহ বাহার এমবিএ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইলিশ-পোলাও রান্না করে খাওয়ালেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধভালো খেলার লক্ষ্যে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন শুরু