সিসিএল কর্পোরেট টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন ১৭ নভেম্বর শুরু

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত কর্পোরেট টেবিল টেনিস এন্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এই উপলক্ষে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় এক টিম মিটিং ও গ্রুপিং লটারী সম্পন্ন হয়। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। শুভেচ্ছা বক্তব্য রাখেন টেবিল টেনিস ও ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা। অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাশেম (নান্নু), মো. আজিজুল হাকিম, সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু),সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের কো-অর্ডিনেটর ও টেবিল টেনিস সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ টুর্নামেন্টের যাবতীয় নিয়ম কানুন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং টেবিল টেনিস এর গ্রুপিং লটারী পরিচালনা করেন। এছাড়া ব্যাডমিন্টন গ্রুপিং লটারী পরিচালনা করেন ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার। টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমগুলো হচ্ছে: সিসিএল গ্রিন,সিসিএল রেড, বিএস আর এম, ইস্টার্ন রিফাইনারী লিঃ, প্রাইম ব্যাংক লিঃ, দি সিটি ব্যাংক লিঃ, গ্রামিন ফোন,বাংলা লিংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিঃ, ইস্টার্ন লুব্রিকেন্টস বাংলাদেশ, পদ্মা অয়েল কোম্পানী লিঃ এবং বিকাশ।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচ
পরবর্তী নিবন্ধ১৮০ রানই লক্ষ্য টাইগার অধিনায়ক সাকিবের