সিসিএল-এমজিআই স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

চিাটাগাং ক্লাব লিঃ এর উদ্যোগে আয়োজিত সিসিএল- এমজিআই বার্ষিক স্নুকার, বিলিয়ার্ডস এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে । রাতে ক্লাব লনে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাঃ এর সিনিয়র নির্বাহী পরিচালক তাইফ বিন ইউসুফ । বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু)। স্বাগত ভাষন দেন চিটাগাং ক্লাব লিঃ এর স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদ এবং স্নুকার কনভেনার রফিকুর রহমান । এছাড়া চিটাগাং ক্লাব লিঃ এর নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে ইমতিয়াজ হাবিব (রনি), মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ.এম. ইমতিয়াজ চৌধুরী (রকি), আবু আহমেদ হাসনাত, সৈয়দ আহসানুল হক (শামিম), মোঃ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলি আহসান (সেলিম), মঞ্জুরুল আলম (পারভেজ) সহ ক্রীডামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন ।

পূর্ববর্তী নিবন্ধ৩০ হাজার দর্শক গ্যালারিতে বসে দেখবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটির বঙ্গবন্ধু শতবর্ষ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন তৌহিদ