চট্টগ্রামের সুস্থ সাংস্কৃতিক ধারার সংগঠন সিসিএ সাগরিকা জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাবেশ। গতকাল সোমবার নগরীর গোসাইলডাঙ্গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিসিএ সাগরিকা জোনের সভাপতি মুবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক রফিকুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর। সমাবেশে প্রধান অতিথি বলেন, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির সত্যিকার ইতিহাস– ঐতিহ্যকে তুলে ধরতে হবে সুচারুভাবে।
সিসিএ সাগরিকা জোন সেক্রেটারি সাঈদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ইকবাল শরীফ, সদরঘাট থানার ওয়ার্ড উন্নয়ন কমিটির সেক্রেটারি ফজলে এলাহী শাহিন, আহমেদ ফিরোজ, মাহফুজ আলম, মামুনুর রশীদ, ইকবাল ও মাহবুব আলম। পরে সাগরিকা জোনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন, কৌতুক পরিবেশন করেন মুহাম্মদ হাফিজ। প্রেস বিজ্ঞপ্তি।