চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি ব্লাস্ট জিতে নিয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (সিসিপিসি)। গত শনিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে সিসিপিসি মাত্র ৩ রানে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) কে পরাজিত করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মূল্যবান ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ন্যাটা স্পিনার আসিফ। তার হাতে পুরস্কার তুলে দেন সিসিপিসি ক্রীড়া শিক্ষক জামাল উদ্দিন। এ সময় সিসিএ’র প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরী, ক্রিকেট কোচ ফয়জুল্লাহ্ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।