সিলেট স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে ‘অগ্নিসংযোগ’

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দাহ্য পদার্থ দিয়ে ট্রেনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। খবর বিডিনিউজের।

ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার শরিফুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, ‘পেট্রোল বা কোনো দাহ্য পদার্থ দিয়ে দুর্বৃত্তরা ট্রেনে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
পরবর্তী নিবন্ধজজ আদালতেও জামিন মেলেনি ফখরুলের