সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের উদ্ধারে গাউসিয়া কমিটি

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া সিলেট ও সুনামগঞ্জের দুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যেশ্যে চট্টগ্রাম ও ঢাকা থেকে গাউসিয়া কমিটির একশ জনের একটি টিম গত রোববার সিলেটের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ ও মানবিক টিমের প্রধান সমন্বয়ক অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে এ টিম ৩টি অ্যাম্বুলেন্স, ত্রাণ সামগ্রী, ওষুধপত্র্র এবং উদ্ধার সরঞ্জাম নিয়ে যাত্রা করেন।

টিমে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর গাউসিয়া কমিটির আহমদ হোসাইন, চট্টগ্রাম মহনগরের সভাপতি তাছকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ, এরশাদ খতিবী, মোহাম্মদ হোসেন খোকন, মাওলানা আবদুল মালেকসহ উত্তর দক্ষিণ ও মহানগরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য , এর আগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভী বাজারসহ সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার গাউসিয়া কমিটির কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে মতবিনিময়