সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ডোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল। তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বিজিবি এই বিষয়টি পুলিশকে জানিয়েছে। তার মরদেহ উদ্ধারে প্রক্রিয়া চলমান রয়েছে। খবর বিডিনিউজের।

নিহত যুবক হলেন, উপজেলার আটগ্রাম বড়চাতলবাকুরি গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩৩)। এ বিষয়ে জানতে বিজিবি১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে তিনি সভায় আছেন বলে জানান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেনজামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তবে আহতদের সর্ম্পকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তারা চোরাচালানের কাজে যুক্ত। গুলির পর চারজন সীমান্ত পেরিয়ে চলে এসেছেন। তবে কারা গুলি করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা বিএনপি ১১ পদে প্রার্থী ১৫০ জন