শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। দলের নিয়মিত পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের সঙ্গে জুটি করে বল করেন তিনি। সমপ্রতি ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ বোলিং করে বাংলাদেশের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচকদের নজরে এসেছেন নাহিদ। দ্রুতগতির বলে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বল করতে পারেন নাহিদ। গতকাল তাই সবারই নজর ছিল তার উপর। অভিষেক ম্যাচে কেমন পারফর্ম করেন তিনি সেটাই ছিল দেখার। তবে বল হাতে অভিষেকে দারুন করেছেণ নাহিদ রানা। নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ন উইকেট। বিশেষ করে দুই লংকান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস যখন চেপে বসেছিলেন বাংলাদেশের উপর তখন নাহিদ রানাই ফেরান দুজনকে। যদিও দুজনই করেছেন ১০২ রান করে। তবে দুজনকে ফিরিয়ে স্বস্তি ফেরান টাইগার শিবিরে। এছাড়া প্রভাত জয়সুরিয়ার উইকেটটিও তুলে নিয়েছেন রানা। তাই বলা যায় অভিষেকে দারুন খেলেছেন এই পেসার।












