সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর আহ্বান

প্রতিমন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

সিলেট-চট্টগ্রাম-কঙবাজার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপির প্রতি আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গত ২০ অক্টোবর এক পত্রের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রাম সুদীর্ঘকাল ধরে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। সিলেটের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কিন্তু এ সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ীরা সড়ক ও রেলপথে দীর্ঘ ভ্রমণের মাধ্যমে যাতায়াত করে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সিলেট-চট্টগ্রাম রুটে বিমান পরিচালনা করার দাবি জানিয়ে আসছে চিটাগাং চেম্বার। বর্তমানে সিলেট-কঙবাজার রুটে বিমান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এর সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করলে তিন শহরের ব্যবসায়ীদের মধ্যে লেনদেন বাড়বে। একইসঙ্গে পর্যটন শিল্প বিকাশে যুগান্তকারী পরিবর্তন আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ কল্যাণের স্বাস্থ্যকেন্দ্রে জালিয়াতি, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ
পরবর্তী নিবন্ধহাসপাতালেও নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী