সিলেটে শুরু হলো জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

পাকিস্তানের মাটিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। তবে সহসা আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথমে গত ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও একদিন পিছিয়ে তা গতকাল থেকে শুরু করা হয়। যদিও প্রথম দিনের ক্যাম্‌েট সব ক্রিকেটারকে পাওয়া যাযনি। কারন ঢাকা প্রিমিয়ার লিগ এর ম্যাচ চলছে এখনো। যদিও এই লিগের ম্যাচ শেষ করে প্রথম ধাপে সিলেটে গিয়েছে কয়েকজন ক্রিকেটার। প্রথম দিনের ক্যাম্পে অংশ নিয়েছেন যারা তারা হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ দলের বাকি ৭ ক্রিকেটার গত রাতের মধ্যেই সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ক্যাম্পে জাতীয় দলের সব ক্রিকেটারকে পাওয়া না গেলেও প্রধান কোচ ফিল সিমন্স ছাড়াও ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং পুরো কোচিং প্যানেল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে সিলেট থেকে। আগামীকাল ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকা থেকে তারা যাবে সিলেটে। আগামী ২০ এপ্রিল প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সিরিজের চট্টগ্রামের সাগরিকাস্থ বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হচ্ছে। এদিকে দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে খেলতে নামা বাংলাদেশ দল ঘোষনা করা হয়েছে এরই মধ্যে। সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ এবং তরুনদের। বলা যায় একেবারে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সিরিজে কোন ধরনের পরীক্ষা নীরিক্ষা চালাতে চায়না বাংলাদেশ দল। কারন ঘরের মাঠের এই সিরিজ জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা করতে চায় বাংলাদেশ দল। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তারা প্রতিপক্ষ জিম্বাবুয়েকে মোটেও খাটো করে দেখতে চায়না।

কারন সফরকারী জিম্বাবুয়েও আসছে শক্তিশালী দল নিয়ে। তারাও সিরিজে হারতে চায়না। তবে এই সিরিজে লিটন দাশ খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারন পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে লিটন দাশ পড়েছেন ইনজুরিতে। সে ইনজুরি কাটিয়ে লিটন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে পারবে কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে তার ইনজুরির ধরন দেখার পর। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারনে ছিলেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দলে। তার আগে থেকেই তিনি ভুগছিলেন ফর্মহীনতায়। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দলে তিনি ফিরেছেন অধিনায়ক হিসেবে। তার চাইতেও বড় কথা ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভাল ফর্মে ছিলেন শান্ত ব্যাট হাতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেবেন শান্ত তেমনটাই আশা করছেন টিম ম্যানেজম্যান্ট। এ বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ন সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। দেশে এবং দেশের বাইরে এসব সিরিজেও ভাল করতে চায় টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধভুটান গেল আরও ৫ নারী ফুটবলার
পরবর্তী নিবন্ধগাংচিল মিউজিকের বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান