সিলেটে বানভাসীদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

| শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

চবি ৪৫ ব্যাচ : সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচ। সিলেটের বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৫ তম ব্যাচের ক্ষুদ্র প্রচেষ্টাটুকু পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড সংলগ্ন বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৫ ব্যাচ কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশন : অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সিলেট, জৈন্তাপুর, বাইশটিলা, সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বড়াইকান্দি, নেত্রকোনা ও কুড়িগ্রামের বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ১৮০০ পরিবারের প্রায় ৯ হাজার মানুষকে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়েছেন। এসব কর্মসূচিতে অংশ নিয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন ডেনিম, সহসভাপতি নাজিম উদ্দিন রিফাত, কোষাধ্যক্ষ মোস্তা আকবর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রনি, ইমতিয়াজ জেভিন, আকাশ, জাবেদ, আরিক, আবির, নাদিম, শাহরিয়ার প্রমুখ। এছাড়া হতদরিদ্র কিছু পরিবারের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়। এর মাঝে আছে জৈন্তাপুর উপজেলার হিন্দুপাড়াও। ফাউন্ডেশন সভাপতি আতিক খান জানান, সংগঠনের পরবর্তী কর্মসূচি হল, কুরবানি ঈদের পরে সিলেটে ১০০ পরিবারের জন্য গৃহ নির্মাণ আর পুনর্বাসন। গত ৬ বছর ধরে সংগঠনটি বন্যা, ঘুর্ণিঝড়, শীত, রমজান মাসসহ পুরো বছর জুড়েই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা কালে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন প্রায় ২৫ হাজার মানুষকে এক সপ্তাহের খাদ্য সহায়তা দিয়েছে। উনারা একটা ফ্রি টিউশন স্কুলও পরিচালনা করেন যার বর্তমান ছাত্র-ছাত্রীসংখ্যা ১০৫ জন।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা গ ইউনিট আ.লীগের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধবায়েজিদে সাত হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক