সিলেটে বন্যার্তদের পাশে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

| শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

সামপ্রতিক বন্যায় বিপর্যস্ত সিলেটে বিশ্বনাথ এলাকায় গত ১৩ জুলাই মেগা স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন। বন্যাপরবর্তী স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসার বিষয় চিন্তা করে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোগ নেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।
প্রায় একহাজার রোগীর সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করে। সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমেদের সহযোগিতায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই বিষয়ে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, মানুষের প্রয়োজনে মানবিকতার খাতিরে আমরা কার্যক্রম করেছি। মানুষের জন্য কাজ করে যতটুকু সন্তুষ্টি ও আত্মতৃপ্তি পাওয়া যায় তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। ক্যাম্পে সেবা প্রদানে সহযোগিতায় ছিলেন, ডা. সামিউল, ডা. সৈকত মুন্না, ডা. শাওন, ডা. মারুফ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট খালিদ, সৈকত বাবলা, জয় বড়ুয়া, কাউসার সৌরভ, ফারুক চৌধুরী ফয়সাল, হারুন, প্রমিত, ইসমাইল, শহিদুল, ইরফান, দেবজিৎ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএটিএন বাংলার ২৫ বছর পূর্তি আজ
পরবর্তী নিবন্ধপৌনে ৩ কোটি টাকা জরিমানা গুনল তিন মোবাইল অপারেটর