সিলেটে বন্যার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

চবি এলামনাই : সিলেটে ভয়াবহ বন্যায় যোগাযোগ ও বিদ্যুৎহীন আশ্রয় কেন্দ্রে সুপেয় পানি আর খাবারের অপ্রতুলতায় মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। দেশ ও সমাজের সচেতন নাগরিক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনও অসহায় সেই জনপদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে। গত ১৯ জুন রাত ৯টায় কার্যনির্বাহী পরিষদ সংগঠনের সভাপতি ড. আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় জরুরি জুম মিটিংয়ে মিলিত হন।

সভায় সিলেট বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের সংগঠন ‘সি ইউএক্স স্টুডেন্ট ক্লাব, সিলেট’ এর মাধ্যমেই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল প্রায় ছয় লক্ষ টাকার জরুরি প্রয়োজনীয় খাদ্য, সুপেয় পানি এবং সিলেট এক্স স্টুডেন্ট ক্লাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রান্না করা খাবার দুর্গত এলাকা কোম্পানিগঞ্জ থানা, শিমুলতলা, নোয়াগাঁও, আশ্রয়ণ এলাকায় বিতরণ করা হয়। বিতরণ করেন এসোসিয়েশনের কার্যকরী সদস্য সিলেট চেম্বার সভাপতি এ টি এম শোয়েব ও সিলেট পুলিশের এসপি ও বর্তমানে অতিরিক্ত ডিআইজি, এসোসিয়েশনের আপ্যায়ন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, চবি ১৮ ব্যাচের এলামনাই সাব্বির আহমেদ, ২৫ ব্যাচের আব্দুল জলিলসহ সিলেটে অবস্থানরত এলামনাই নেতৃবৃন্দ। সিলেটে বন্যার্তদের সহায়তায় করতে https://cu-alumni.org/donation.php লিংকে বিকাশ রকেট কিংবা নগদ যে কোনো মাধ্যমে মানবিক সহয়তা প্রদানের জন্য চবি এলামনাইদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিষ্ঠা ফাউন্ডেশন : সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার অসহায় দুঃস্থ জনগণের পাশে দাঁড়িয়েছে জনকল্যাণমূলক সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ হতে সিলেটের বানভাসী মানুষের জন্য একটি টিম সম্প্রতি সিলেট যাত্রা করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, হাফ কেজি গুড, ১০টি করে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, ৫ লিটার পানি, বিস্কুট, বড় পাউরুটি সহ বিভিন্ন উপকরণ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার আওতাধীন রুস্তম পুর ইউনিয়নের টেকনাগুল গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুস্তম পুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ডা. মুসলিম উদ্দীন ভূঁইয়া, নিষ্ঠার স্বেচ্ছাসেবক টিম লিডার ফখরুল সাজ্জাদ, জাকারিয়া আলম রিফাত, আবু সাঈদ আবির, ফারহান সাদিক, আল আমি হুসাইন রবিন, সাব্বির উদ্দীন, ক্যাডেট রিয়াজুল ইসলাম ও আবুল কালাম। ত্রাণ কার্যক্রমে সমন্বয় করেন নিষ্ঠার ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এম এ সবুর। স্বেচ্ছাসেবক দলকে দিক নির্দেশনা প্রদান করে নিষ্ঠার সাধারণ সম্পাদক ড. নূর হোসাইন।

একেএমবি : বহুমুখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে এবং জর্জিয়া মুসলিম কমিউনিটির সহযোগিতায় ২য় দফায় আজ শনিবার সিলেটে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার এরই মধ্যে চাল, চিড়া, ডাল, শুকনা খাবার ও প্রয়োজনীয় ঔষধ-পথ্য বিতরণ করা হবে। একেএমবির একটি রিলিফ টিম সচিব (ভারপ্রাপ্ত)স ম হামেদ হোসাইন বিকেল ৩টায় চট্টগ্রাম থেকে রওয়ানা হবে।

মহানগর যুবলীগ নেতা : সিলেট ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ও দোয়ারা উপজেলার চাঁনপুর, ছনুয়া, জালালীর চর, চর মহল্লা, ইউনিয়নে গতকাল যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, (মুড়ি, চিড়া, টোস্ট বিস্কুট, চানাচুর, চিনি, পিঁয়াজ, গুড়, লবণ, মোমবাতি, গ্যাস লাইটার, বিশুদ্ধ পানি ৫ লিটার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) সহ বিভিন্ন উপকরণ, প্রায় তিন শতাধিক পরিবারের প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন, মাহবুবুর রহমান রুয়েল, সুনুর হাছান, ফয়জুল ইসলাম ফজল। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, মো. ইসমাইল, ইমতিয়াজ সুমন, ফরহাদ আবদুল্লা, মো. সরোয়ার, মো. আজাদ, তারিকুল ইসলাম টারজান, আলী নুর, তানভীর বিন হাসান, মারুফুল ইসলাম মারুফ, জাবেদ, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. জালাল উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ পুনর্নির্বাচিত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু