মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, সিলেটে ভয়াবহ বন্যায় সরকারের পক্ষ থেকে তেমন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি। যা ঘোষণা করা হয়েছে তা খুবই অপ্রতুল। ৩০ লাখ বানভাসি মানুষের জন্য মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অথচ দেশের মানুষকে অভুক্ত রেখে কোটি কোটি টাকা খরচ করে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে।
তিনি গতকাল শনিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার লক্ষ্যে মহানগর বিএনপির জরুরী সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, হারুন জামান, এস এম আবুল ফয়েজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












