সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি মেডিকেল টিম গতকাল মঙ্গলবার সকালে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।
মেডিকেল টিমের যাত্রাকালে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এবারের বন্যা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যায় অসহায় দুর্গত মানুষ পরিবার নিয়ে দুঃসহ জীবন পার করছে। ইতোমধ্যে বন্যার পানি নামার সাথে সাথে নানান রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই অসহায় ও দুর্গত মানুষের চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মানবিক বিবেচনায় প্রয়োজনীয় ঔষুধসহ ১টি মেডিকেল টিম প্রেরণ করেছে।
সিটি কর্পোরেশনের চিকিৎসকরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্গত মানুষের চিকিৎসা প্রদান করবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত, ডা. ইমাম হোসেন রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











