সিলেটে ছোট পরিসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টিটোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর। এ উপলক্ষে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের উদ্বোধনী দিন ম্যাচ শুরুর আগে বা দুই ম্যাচের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড দল থাকতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম দিন ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্ববর্তী সময় অনুসারে সিলেট টাইটানস এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দুপুর ২টায় শুরু হবার কথা ছিল। এখন ম্যাচটি বিকাল ৩টায় শুরু হবে। এছাড়া দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি থাকবে। দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে। ঐ ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ছয় দলের আসন্ন বিপিএল তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলসিলেট, চট্টগ্রাম এবং ঢাকা। সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল। ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএলের খেলা চলবে। এরপর ৫ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। যা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। এই পর্বে এলিমিনেটর, কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।

পূর্ববর্তী নিবন্ধ২৫৩ বছরের ইতিহাসে প্রথম কীর্তি কনওয়ে-ল্যাথামের রেকর্ডময় দিন
পরবর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীন এসো’র সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন