সিলেটে ঘুরে দাঁড়ানোর আশায় ঢাকা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

নতুন একজন ক্রিকেটার যোগ দিয়েছেন দলে। আরেকজনের যোগ দেওয়ার কথা গতকাল সোমবার রাতেই। দুই নতুন ক্রিকেটারের সঙ্গে নতুন শহর, নতুন ভেন্যু। সব নতুনের মেলায় নতুন শুরুর আশা করছেন খালেদ মাহমুদ। ঢাকা ক্যাপিটালসের কোচের আশা সিলেটে এসে নিজেদের খুঁজে পাবে ঢাকা। ঢাকা পর্বে তিন ম্যাচের তিনটিই হেরে এবারের বিপিএল শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। দলের মূল ভরসা লিটন কুমার দাস প্রথম ম্যাচে কিছু রান করলেও পরের দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। আরেক ভরসা তানজিদ হাসানের ব্যাটও কথা বলছে না প্রত্যাশামতো। সবশেষ ম্যাচে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক থিসারা পেরেরার সেঞ্চুরিতে কিছুটা লড়াই করেছে দল। আগের দুই ম্যাচে সেভাবে লড়াই জমেনি। সিলেট পর্ব থেকে দলে যোগ হচ্ছেন মোসাদ্দেক হোসেন ও জেসন রয়। ড্রাফটে যার দল না পাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেক, সেই মোসাদ্দেক শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছেন ঢাকা ক্যাপিটালসে। গতকাল সোমবার সিলেটে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার রয়ের সিলেট পৌঁছানোর কথা রাতেই। আজ মঙ্গলবারের ম্যাচে দুজনই খেলবেন বলে জানিয়েছেন কোচ খালেদ মাহমুদ। সিলেটে গতকাল সোমবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বললেন, এই শহর থেকেই নিজেদের নতুনভাবে মেলে ধরতে চায় তার দল। আগের ম্যাচগুলোতে আমরা অবশ্যই ভালো করিনি। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমাদের জাতীয় ক্রিকেটাররাও ঠিকমতো নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এখন নতুন জায়গায় এসেছি । উইকেট খুবই ভালো। আবহাওয়া খুবই ভালো। নতুন শুরুর আশা করতেই পারি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব। যদি আমরা প্লে অফে খেলতে চাই, এখন থেকে ঘুরে দাঁড়ানো জরুরি। সামনে তিনচারটি ম্যাচ জিততে হবে। কোনো সন্দেহ নেই, আমাদের দল অনেক শক্তিশালী।

তামিম (তানজিদ হাসান), লিটন, আরও ভালো ক্রিকেটার আছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোসাদ্দেককে পেয়ে একটি ঘাটতির জায়গা পূরণ হতে পারে দলের। খালেদ মাহমুদ জানালেন, সেই তাগিদ থেকেই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছেন তারা। মোসাদ্দেককে দলে নেওয়ার একটা কারণ ছিল। আমাদের কোনো অফ স্পিনার নেই। বাঁহাতি ব্যাটসম্যান থাকলেও বাঁহাতি স্পিনারদের ওপর নির্ভর করতে হচ্ছিল বা ফাস্ট বোলারদের ওপর। বৈচিত্র বাড়ানোর জন্য নেওয়া হয়েছে ওকে। আজ মঙ্গলবারের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ চার ম্যাচের সবকটি জয়ী রংপুর রাইডার্স।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬০ রানে গুটিয়ে গেল মেয়েরা
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আফগানিস্তানের