সিলেটের রানের নিচে চাপা পড়ছে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও রানের পাহাড় গড়তে যাচ্ছে সফরকারী সিলেট বিভাগ। ম্যাচের দ্বিতীয় দিন শেষে সিলেট বিভাগ এগিয়ে আছে ১৬২ রানে। দ্বিতীয় দিন শেষে সিলেট বিভাগ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩০৩ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক চট্টগ্রাম সংগ্রহ করেছিল মাত্র ১৪১ রান। ম্যাচের প্রথম দিন কোন উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছিল সিলেট বিভাগ। গতকাল ৭টি উইকেট হারিয়ে আরো ২৮৮ রান সংগ্রহ করেছে। দলেল টপ অর্ডারের তিন ব্যাটসমানের হাফ সেঞ্চুরির উপর ভর করে বড় স্কোরের দিকে এগুচ্ছে সিলেট বিভাগ। আগের দিনের দুই অপরাজিত ওপেনার ইমতিয়াজ এবং তৌফিক বিচ্ছিন্ন হন ৪৩ রানে। ১৯ রান করা ইমতিয়াজকে এলবিডব্লিউ করে এজুটি ভাঙ্গেন হাসান মুরাদ। দ্বিতীয় উইকেটে তৌফিক এবং অমিত মিলে যোগ করেন ৬১ রান। এজুটি ভাঙ্গেন সৈকত আলি। তিনি ফেরান তৌফিক খানকে। ফেরার আগে ৮৩ বলে ৬৮ রান করেন ৭টি চার এবং ৪ টি ছক্কার সাহায্যে। তৃতীয় উইকেটে অমিত এবং অধিনায়ক জাকির হাসান মিলে যোগ করেন আরো ১৫৪ রান। এজুটি ভাঙ্গেন হাসান মুরাদ। তিনি ফেরান অমিতকে। ২০৫ বলে ৭৯ রানের ধৈয্যশীল ইনিংস খেলেন অমিত হাসান।
এরপর চট্টগ্রামের বোলাররা কিছুটা চাপ সৃষ্টি করার চেষ্টা করে সিলেটের ব্যাটসম্যানদের উপর। দীর্ঘ সময়েল পার্টনার অমিতকে হারিয়ে বেশিদুর এগুতে পারেননি জাকির হাসান। হাসান মুরাদের তৃতীয় শিকার হয়ে ফিরেন সিলেট অধিনায়ক। তবে ফিরে আসার আগে তিনিও তুলে নেন হাফ সেঞ্চুরি। ১৬১ বলে ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৮৭ রান করে এই উইকেট রক্ষক। এরপর অবশ্য হাসান মুরাদের তোপের মুখে পড়ে আর কোন বড় জুটি গড়ে তুলতে পারেনি সিলেটের ব্যাটসম্যানরা। ফলে দ্বিতীয় দিন শেষে করে সিলেট বিভাগ ৭ উইকেটে ৩০৩ রান করে। দলের পক্ষে অন্যান্যের মধ্যে আসাদুল্লাহ গালিব ১৭ এবং আবু বক্কর ১৩ রান করে অপরাজিত থাকেন। চট্টগ্রাম বিভাগের পক্ষে সফল বোলার হাসান মুরাদ। কঙবাজারের এই স্পিনার নিয়েছেন ৫ উইকেট। ৩৮ ওভার বল করে ১১২ রান দিয়েছেন তিনি। তারপরও সিলেটের রানের লাগাম টানতে পেরেছেন এই স্পিনার। একটি করে উইকেট নিয়েছেন ইফতেখার সাজ্জাদ রনি এবং সৈকত আলি। ১৬২ রানে এগিয়ে থাকা সিলেট বিভাগ আজ বাকি তিন উইকেট নিয়ে আবার ব্যাট করতে নামবে। বাকি তিন উইকেট হারিয়ে নিজেদের ইনিংসটাকে কতড়ুর নিয়ে যেতে পারে সিলেট সেটাই এখন দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশিরোপার লড়াই জমিয়ে তুললো শতদল