বিপিএলের তৃতীয় ম্যাচে গতকাল শনিবার সিলেটকে ২ উইকেটে হারিয়েছে কুমিল্লা। প্রথমে সিলেট সানরাইজার্সকে অল্প রানে গুঁটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু দলটি ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে। অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কুমিল্লা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানেই অলআউট হয় সিলেট। জবাবে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কুমিল্লা। মাত্র ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই ওপেনার ফাফ ডু প্লেসির উইকেট হারায় কুমিল্লা। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক করেন মাত্র ২ রান। ৭ বল খেলে সোহাগ গাজীর বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডু প্লেসি। এরপর আরেক ওপেনার ক্যামেরন ডেলপোর্ট (১৬)-কেও বিদায় করেন সোহাগ গাজী। ৩৪ রানে ২ উইকেট হারানো কুমিল্লা এরপর আরও ১১ রান যোগ হতেই হারায় মোমিনুল হক (১৫) ও অধিনায়ক ইমরুলের (১০) উইকেট। দুজনকেই বিদায় করেন সিলেটের অধিনায়ক ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এরপর দ্রুত বিদায় নেন আরিফুল হকও (৪)। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি আফগান অলরাউন্ডার করিম জানাত (১৮)। কুমিল্লাকে ৮৪ রানে রেখে নাজমুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাহিদুল ইসলাম। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে বিদায় নেন শহিদুল ইসলাম (১)। হাতে ২১ বল রেখেও তখন হারের শঙ্কায় কুমিল্লা। শেষ ১২ বলে লক্ষ্য দাঁড়ায় ৬ রানের। তবে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় দলটি। ১৪ বলে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন মাহিদুল। ৩ রানে অপরাজিত ছিলেন তানভীর। সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম। ২টি করে উইকেট তুলে নিয়েছেন সিলেটের সোহাগ গাজী ও মোসাদ্দেক। বাকি উইকেটটি তাসকিনের।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট সানরাইজার্স ব্যাটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে রান তুলতে হিমশিম খায় সিলেট। ওপেনার এনামুল হক বিজয় ৩ রান করে সাজঘরে ফেরেন। বিজয়ের উইকেটটি নেন নাহিদুল ইসলাম। এরপর দলীয় ৩৩ রানে শহীদুল ইসলামের বলে বিদায় নেন আরেক ওপেনার কলিন ইনগ্রাম (২০)। এক রান যোগ হতেই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে (৫) আউট করেন নাহিদুল। কুমিল্লা বোলারদের তোপে এরপর সিলেটের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। রবি বোপারা ১৭, মোসাদ্দেক হোসেন সৈকত ৩ ও অলক কাপালি ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। সোহাগ গাজী ১২ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। কুমিল্লা বোলার নাহিদুল, মোস্তাফিজ ও শহীদুল ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া তানবীর, মোমিনুল হক একটি করে উইকেট দখল করেন।