চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেলওয়ে স্টেশেনের অদূরে চাঁনমারী এলাকায় এঘটনা ঘটে। এসময় এক লাখ ৬০ হাজার লিটার ডিজেল, কেরোসিন ও পেট্রোল তেল পড়ে গেছে। দুর্র্ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে যাত্রীদের নামিয়ে দিয়ে আবার ফিরে আসছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী। রেল, স্লিপার, কালভার্ট বেশ ক্ষতি হওয়ায় ‘সারা রাত সময় লাগবে’ বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় তাদের প্রায় এক লাখ ৬০ হাজার লিটার ডিজেল, কেরোসিন ও পেট্রোল তেল পড়ে গেছে।
সিলেট শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ের স্টেশেনের অদুরে চাঁনমারী এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটির চারটি বগি, একটি পাওয়ারকার এবং পেছনে থাকা একটি সাহায্যকারী ইঞ্জিন লাইনচ্যুত হয়। গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রামের রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকার কথা জানান। পরিবহন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ঘটনার পরপরই কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে ২টা থেকে কাজ শুরু করেছে। বিকেল পৌনে ৫টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী মূল ট্রেন ঘটনাস্থলে এসে কাজে যোগ দিয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।












