গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে ১১ বসতঘর। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে সীতাকুণ্ড ভাটিয়ারি ইউনিয়নের ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় ও গত বুধবার রাতে মীরসরাই উপজেলার কাটাছরা গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল ভাটিয়ারী উত্তর বাজার এলাকার বাদশা সওদাগরের মালিকানাধীন কলোনিতে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে ৮ বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কলোনি মালিকের ছেলে রেজাউল করিম রিপন বলেন, কলোনির ভাড়া ঘরে রান্নার সময় গ্যাসের পাইপ লিকেজ হয়ে সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন কলোনির ৮ বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ৮ বসতঘর ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন রিপন।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মনিরুল ইসলাম কুতুবি বলেন, ঘটনাস্থলের পাশে বড় পুকুর থাকায় আগুন নেভাতে কোন বেগ পেতে হয়নি। আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলার কাটাছরা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর গ্রামের আলা বঙ বলী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে আলা বঙ বলী বাড়ির মৃত মুসলিমুর রহমান হোরা মিয়ার বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সাত পরিবারের তিনটি বসতঘর পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মমতাজ করিম মিটুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।







