গতকয়েক দিন ধরে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মৃত্যুর মিছিলের চিত্র সবার মনে ভয়ের সঞ্চার করেছে। মনে প্রশ্নের দানা বেঁধেছ এত ভয়াবহ পরিস্থিতি কিভাবে হয়। করোনার থাবায় অক্সিজেনের অভাবে লাশের পর লাশ পড়ছে। আসলেই ভয়াবহ, কল্পনাতীত। তবে ভয় নয়, এ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে, লকডাউন মানতে হবে, সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে। সেটি হলো পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন সিলিন্ডারসহ মজুত রাখা। যাতে করে অক্সিজেন সঙ্কটের কবলে আমাদের পড়তে না হয়। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয় আমলে নিয়ে, সরকারিভাবে দ্রুত অক্সিজেন মজুতের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার সাথে সম্পর্কিত সকল প্রশাসনিক সেক্টর ও বেসরকারি সংস্থাসহ সকলকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।