সিলভার বেলস্ কিন্ডার গার্টেন এন্ড গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ– বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার।
প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লেতে অভিভূত হয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য হতে দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এমন দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল ক্রীড়া প্রতিযোগিতার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদ, ছাত্রছাত্রী ও অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় মোট ৪৮ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পরে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার।