নগরীর দারুল ফজল মার্কেট সিলগালার সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সমপ্রতি দারুল ফজল মার্কেটের কিছু অংশ ভেঙে পড়ায় সকলের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গত ২২ জুন নগরীর জুবিলি রোডে দারুল ফজল মার্কেট পরিদর্শনে গিয়ে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি আগামী রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভবনটির সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তৃতীয় তলা সিলগালা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত জানান।
এই ভবনের তৃতীয় তলায় ছাত্র ইউনিয়নসহ বেশ কয়েকটি অফিস রয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি এ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী দারুল ফজল মার্কেট সিলগালা করার সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, আমরা জেনেছি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কেবল ৩য় তলা সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন থেকে। অথচ পুরো ভবনটিই ঝুঁকিপূর্ণ। তাই কেবল ৩য় তলা সিলগালা করাটা হবে ভুল সিদ্ধান্ত। কারণ ২য় তলার ছাদও অনেক ঝুঁকিপূর্ণ। বিভিন্ন জায়গায় ছাদ থেকে প্লাস্টার খসে পড়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সকল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সভা করে মালামাল স্থানান্তরে সময় দিয়ে অবিলম্বে এই ভবনটির ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এর আগে সকালে জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর দারুল ফজল মার্কেট ৩য় তলা সিলগালা করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে।











