সিরিয়ায় হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

সিরিয়ায় সন্দেহভাজন এক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গির হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। খবর বিডিনিউজের।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ওই হামলাকারী আমেরিকান ও সিরীয় সেনাদের বহনকারী একটি গাড়িবহরে হামলা চালায়, পরে পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা চুক্তি করেছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার হোয়াইট হাউজ সফরের সময় এই চুক্তির কথা ঘোষণা করে দামেস্ক। তার এক মাস পরই হামলার ঘটনাটি ঘটল, লিখেছে রয়টার্স।

স্থানীয় তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন। তবে এই হামলাকারী নিরাপত্তা বাহিনীতে কোনো নেতৃত্বের ভূমিকায় ছিলেন না বলে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৪০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমঙ্গলে এখন কয়টা বাজে? অবশেষে সঠিক উত্তর মিলল